নিজেকে প্রমাণের দিনে আবারও ব্যর্থ মুস্তাফিজ
প্রকাশিত : ১২:৩০ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
নিজেকে-প্রমাণের-দিনে-আবারও-ব্যর্থ-মুস্তাফিজ
শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হয় ম্যাচটি। টি স্পোর্টস ও গাজি টিভি খেলাটি সরাসরি সম্প্রচার করে।
আজ তাসকিন তার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে একসময়ে চেপে ধরেছিলেন। সেখানে মুস্তাফিজের চার ওভারে দিয়েছেন ৪৮ রান, উইকেট পাননি একটিও।
মুস্তাফিজের মতো হাসান মাহমুদও খরুচে ছিলেন এদিন। ৪ ওভার বোলিং করে ৪২ রান দিয়েছেন এ পেসার। মুস্তাফিজের এমন বোলিংয়ে আবারও প্রশ্ন উঠেছে তার দলে সুযোগ পাওয়া নিয়ে। এমনকি বিশ্বকাপে দলে সুযোগ নিয়েও ভাবতে হবে তাকে নিয়ে।
অনেক দিন ধরেই টি-টোয়েন্টিতে নিজেকে খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপের আগে নিজেকে ফিরে পেতে শুক্রবার হ্যাগলি ওভালে নেমেছিলেন মুস্তাফিজ। তবে আজও ব্যর্থ তিনি।
প্রথম থেকেই পাকিস্তানের ব্যাটসম্যানরা চড়াও হয়ে ওঠে মুস্তাফিজের ওপর। এ ছাড়া হাসান মাহমুদকেও ছাড়েনি তারা। এই দুই বোলার মিলিয়েই দিয়েছেন ৯০ রান। যেখানে পাকিস্তানের সংগ্রহ ১৬৭।
বিশ্বকাপের আগে আবারো শংসয় দেখা দিল মুস্তাফিজের দলে সুযোগ পাওয়ার ব্যাপারে। পাকিস্তানের জয়ের দিনে বাংলাদেশের হয়ে সেরা বোলার ছিলেন তাসকিন। ৪ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।