বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আড়াইহাজারে ছিনতাইকারী কেড়ে নিল সবজি ব্যবসায়ীর প্রাণ

প্রকাশিত : ১১:১৫ এএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার

আড়াইহাজারে-ছিনতাইকারী-কেড়ে-নিল-সবজি-ব্যবসায়ীর-প্রাণ

আড়াইহাজারে-ছিনতাইকারী-কেড়ে-নিল-সবজি-ব্যবসায়ীর-প্রাণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মোমেন নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাদী এলাকার আফাজউদ্দিনের ছেলে।

শুক্রবার ভোর ৫টার দিকে তিনি তার নিজ বাড়ি থেকে রুপগঞ্জ উপজেলার গাউছিয়ায় পাইকারী আড়ৎ থেকে অটোরিকশা যোগে প্রতিদিনের মতো আজকেও সবজি কিনতে যাচ্ছিলেন। আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকায় মুড়ির মিল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা বাঁশ দিয়ে তাকে বহনকৃত অটোর গতিরোধ করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। 

খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ভোরেই লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এএসপি (সি-সার্কেল) আবির হোসেন ও আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওয়াদার সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন। 

স্থানীয় চা-দোকানি আউয়াল মিয়া বলেন, ভোর ৫টার দিকে কিছু লোক অটোরিকশা বাঁশ দিয়ে থামায়। পরে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় আমি চিৎকার শুনে ভয়ে দোকান থেকে বের হয়নি। পরে পুলিশ আসলে বের হয়ে দেখি একজন লোক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। তার বয়স ৩২-৩৩ হতে পারে। 

স্থানীয়দের অভিযোগ, আড়াইহাজার-ভুলতা সড়কের ঝাউগড়া এলাকায় প্রায় সময় ভোরে ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। ভোরে উপজেলার বিভিন্ন এলাকার সবজি, মাছ ও অন্যান্য ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চলাচল করেন। ফাঁকা রাস্তায় প্রায় সময় ছিনতাকারীদের কবলে পড়েন অনেকে। এতে অনেকেই খুনের শিকার হচ্ছেন। অনেকে সর্বস্ব হারাচ্ছেন। 

মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান আমান উল্যাহ আমান বলেন, সবজি ব্যবসায়ী নিজের বাড়িতে থেকে ভোরে রূপগঞ্জের গাউছিয়ায় পাইকারী আড়ৎ থেকে প্রতিদিনের মতো আজকেও সবজি কিনতে যাচ্ছিলেন। স্থানীয় ঝাউগড়া এলাকায় পৌঁছালে তাকে বহনকৃত অটোরিকশার (ব্যাটারি চালিত) গতিরোধ করে। এক পর্যায়ে তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষণে তিনি ঘটনাস্থলে মারা যান। দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।  

মৃতের ভাগনে ইব্রাহিম বলেন, মোমেন তিন সন্তানের জনক। তাকে যারা নৃসংশভাবে হত্যা করেছে। আমি দ্রুত তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। তিনি স্থানীয় শালমদী বাজারের সবজি বিক্রেতা ছিলেন। 

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ছিনতাইকারীরা সবজি ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছে। এ সময় তার কাছে থাকা কিছু টাকাও নিয়ে গেছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।