ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নজরদারিতে আসছে যানবাহন
প্রকাশিত : ০৩:১০ এএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
ঢাকা-মাওয়া-এক্সপ্রেসওয়েতে-নজরদারিতে-আসছে-যানবাহন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী মঙ্গলবারের (১১ অক্টোবর) সভার কার্যতালিকায় বিষয়টি রাখা হয়েছে। সওজ সদর দফতরে ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন ও পাইলট প্রকল্প হিসেবে ৪০ কিলোমিটার সড়ক অংশে আইটিএস বাস্তবায়ন করা হবে।
জানা যায়, বাংলাদেশের সড়ক নেটওয়ার্কের উন্নয়নের সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের পরিমাণ ও গতি উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। এর ফলে সড়ক দুর্ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ক্রমবর্ধমান যানবাহন নজরদারিতে আনা ও সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আইটিএস জরুরি। এতে সড়কে যানবাহনের পরিমাণ, গতি, দুর্ঘটনা সংক্রান্ত তথা তাৎক্ষণিক সড়ক পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ইউনিট এবং ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে পাঠানো হবে।
পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) সত্যজিত কর্মকার এ বিষয়ে বলেন, পাইলট প্রকল্প হিসেবে এক্সপ্রেসওয়ের ৪০ কিলোমিটার সড়ক অংশ এর আওতায় আনা হবে। দেশে বিদ্যমান আইন ও বিধিমালা বিশ্লেষণের মাধ্যমে মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। এছাড়া অবকাঠামো এবং সড়ক ব্যবস্থায় আইটিএস প্রযুক্তির সঙ্গে ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করা হবে।