চুল কেটে হিজাববিরোধী মেয়েদের সমর্থন করলেন ইইউয়ের সুইডিশ সদস্য
প্রকাশিত : ১০:৫০ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
চুল-কেটে-হিজাববিরোধী-মেয়েদের-সমর্থন-করলেন-ইইউয়ের-সুইডিশ-সদস্য
ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা হিজাববিরোধী বিক্ষোভকে সমর্থন করেছেন আবির আল-সাহলানি নামের ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য (এমইপি)। বিক্ষোভকারীদের চুল কাটার মতোই পার্লামেন্টে চুল কাটেন তিনি।
বুধবার ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেন আবির। ভাষণের শেষ দিকে তিনি তার খোঁপা খুলে কাঁচি দিয়ে চুল কেটে ফেলেন। ইরাকি বংশোদ্ভূত আল-সাহলানি ইউরোপীয় পার্লামেন্টের সুইডিশ সদস্য।
চুল কেটে ফেলার আগে আল-সাহলানি বলেন, ইরান মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের ক্ষোভ নিপীড়কদের চেয়ে বড় হবে। যতক্ষণ না পর্যন্ত ইরানের নারীরা মুক্ত হবেন, আমরা আপনাদের সঙ্গে আছি।
আল-সাহলানি আরো বলেন, আমরা, ইইউর জনগণ-নাগরিকেরা ইরানে নারী-পুরুষের বিরুদ্ধে সবধরনের সহিংসতা কোনো ধরনের শর্ত ছাড়া অবিলম্বে বন্ধের দাবি জানাই।
এ সময় তিনি ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইইউ’র প্রতি আহ্বানও জানান।