সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিয়ার অন্তর্ভুক্ত ৪০০ বর্গ কিলোমিটার মুক্তির দাবি ইউক্রেনের

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

রাশিয়ার-অন্তর্ভুক্ত-৪০০-বর্গ-কিলোমিটার-মুক্তির-দাবি-ইউক্রেনের

রাশিয়ার-অন্তর্ভুক্ত-৪০০-বর্গ-কিলোমিটার-মুক্তির-দাবি-ইউক্রেনের

এক সপ্তাহের অভিযানে রাশিয়ার অন্তর্ভুক্ত ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসনের ৪০০ বর্গ কিলোমিটার মুক্ত করার দাবি করছে ইউক্রেন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের সেনা কমান্ডারের মুখপাত্র নাটালিয়া গুমেনিউক এ তথ্য জানান।

তিনি বলেন, অক্টোবরের শুরু থেকে খেরসন অঞ্চলের ৪০০ বর্গ কিলোমিটার এলাকার মুক্ত করেছে ইউক্রেনের সেনারা।

এদিকে, রাশিয়ার সেনারা বলছে, রাশিয়ার প্রতিরক্ষা লাইনের দক্ষিণে ইউক্রেনের সেনাদের হঠিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে দুদচানি, সুখানভ, সাডোক এবং ব্রুস্কিন্সকোর কাছে ইউক্রেনের সেনাদের চারটি কৌশলগত ব্যাটলিয়ন মোতায়েন রয়েছে।