বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভাগ্যের চাকা ঘোরাতে পারলেও ফেরা হলো না বাসভূমিতে

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

ভাগ্যের-চাকা-ঘোরাতে-পারলেও-ফেরা-হলো-না-বাসভূমিতে

ভাগ্যের-চাকা-ঘোরাতে-পারলেও-ফেরা-হলো-না-বাসভূমিতে

নিজের ভাগ্যের চাকা ঘোরাতে তরুণ বয়সে সৌদিতে গিয়েছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের কামরুজ্জামান। ২২ বছরের প্রবাস জীবনে কামরুজ্জামান তার সংসারের সুখ ফেরাতে পারলেও নিজেকে বাসভূমিতে ফেরাতে পারলেন না। 

বুধবার সন্ধ্যার দিকে সৌদি আরবের তায়েফের কিং আবদুল্লাহ্ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কামরুজ্জামান গাংনী উপজেলার তেরাইল গ্রামের হাজী আব্দুল মান্নানের বড় ছেলে।  

কামরুজ্জামানের স্ত্রী রিনা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৬ মাস আগে বাড়িতে এসেছিলেন তিনি। আবারও প্রবাসে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এরমধ্যে ফিরে আসার চেষ্টাও করেছেন। কিন্তু হার্টে সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি হন। গত শনিবার ওই হাসপাতালে তার হার্টে রিং পরানো হয়। হাসপাতালে চিকিৎসা চলছিল। হাসপাতাল থেকে বাসায় নেয়ার পথে মারা যান তিনি।

সৌদির আইন কানুন অনুযায়ী সব প্রক্রিয়া শেষ করে দেশের নেয়া হবে কামরুজ্জামানের মরদেহ।