১০ অক্টোবর উদ্বোধন হচ্ছে ৬ লেনের মধুমতি সেতু
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
১০-অক্টোবর-উদ্বোধন-হচ্ছে-৬-লেনের-মধুমতি-সেতু
তিনি বলেন, এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা হয়েছে।
এ সময় নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক ফকরুল হাসান, মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি হাসানুজ্জামান।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে মধুমতি সেতু নির্মিত হয়েছে। সেতুর পশ্চিমপ্রান্তে নড়াইলের কালনাঘাট এবং পূর্বপ্রান্তে গোপালগঞ্জের শংকরপাশা।
কালনাঘাট থেকে ঢাকার দূরত্ব মাত্র ১০৮ কিলোমিটার। ফলে ঢাকার সঙ্গে নড়াইল, বেনাপোল, যশোর, খুলনাসহ আশেপাশের সড়ক যোগাযোগ কোথাও ১০০ কিলোমিটার, কোথাও আবার ২০০ কিলোমিটার কমে যাবে। তবে ২০১৫ সালের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কালনা সেতু’ নামকরণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।