আকাশসীমায় ঢুকলেই ‘আক্রমণ’ বিবেচনায় হামলা করবে তাইওয়ান
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
আকাশসীমায়-ঢুকলেই-আক্রমণ-বিবেচনায়-হামলা-করবে-তাইওয়ান
সম্প্রতি স্ব-শাসিত তাইওয়ানের পাশে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। তৎপরতার অংশ হিসেবে যুদ্ধবিমান এবং ড্রোনের উপস্থিতি লক্ষ্য করছে তাইওয়ান।
তবে চীনের পিপলস লিবারেশন আর্মির বিমান আঞ্চলিক সীমা অতিক্রম করলে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে-তা জানানি চিউ। ভূখণ্ডটির উপকূল থেকে ১২ নিউটিক্যাল মাইলসকে আঞ্চলিক সীমারেখা ধরা হচ্ছে।
চিউ কো চেং বলেন, আমরা আগে বলেছিলাম-প্রথমে হামলা করব না। তার মানে চীন হামলা না করলে আমরা হামলা করবো না। কিন্তু এখন সেই সংজ্ঞা বদলে গেছে। কারণ চীন এখন ড্রোন ব্যবহার করছে। তাই আমরা আমাদের মত বদলেছি। তাই আমাদের আঞ্চলিক সীমারেখায় আকাশ দিয়ে কোনো যুদ্ধবিমান বা ড্রোন এলে ‘প্রথম হামলা’ হিসেবে বিবেচনা করব।
এ বছরের শুরুকে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন জানান, ড্রোন হয়রানিসহ চীনের যুদ্ধের বিরুদ্ধে পল্টা জবাব দিতে প্রয়োজনীয় এবং শক্ত সামরিক পদক্ষেপ নেবে তাইওয়ান। তবে আমরা চীনকে সংঘাত লাগানোর সুযোগ দেব না। আমরা বিতর্ককে উসকে দেব না।
সূত্র-সিএনএন।