দখলকৃত এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ নিতে বদ্ধপরিকর রাশিয়া
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
দখলকৃত-এলাকা-পূর্ণ-নিয়ন্ত্রণ-নিতে-বদ্ধপরিকর-রাশিয়া
ইউক্রেনের দখল করা চারটি অঞ্চল পূর্ণ নিয়ন্ত্রণে নিতে বদ্ধপরিকর রাশিয়া। এ ব্যাপারে কোনো ছাড় দেবে না দেশটি। মস্কো থেকে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ ভল এ তথ্য জানিয়েছেন।
এ চারটি অঞ্চলের সেসব স্থান ইউক্রেনের সেনারা পুনর্দখল করেছে বা রুশ সেনারা যেসব স্থান দখল করতে পারেনি সেগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় রাশিয়ার কর্মকর্তারা।
ভল বলেন, প্রেসিডেন্ট পুতিন জোর দিয়ে বলেছেন, খেরসন, জাপোরিঝিয়া, দোনেস্ক ও লুহানেস্ককে তিনি ‘স্বাধীন’ করবেনই।
মোহাম্মদ ভল আরো বলেন- মজার ব্যাপার হলো রাশিয়া যখন খেরসন ও জাপোরিঝিয়াকে আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ করে তখন তারা নির্দিষ্ট কোনো সীমান্তের কথা বলেনি। তাছাড়া এগুলোর সীমানা কোথায় শেষ হয়েছে এটিও উল্লেখ করেনি তারা।