সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্রিটোরিয়াস

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

বিশ্বকাপ-থেকে-ছিটকে-গেলেন-প্রিটোরিয়াস

বিশ্বকাপ-থেকে-ছিটকে-গেলেন-প্রিটোরিয়াস

আসন্ন টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে গেল ডোয়াইন প্রিটোরিয়াসের। আঙ্গুলের চোটের কারণে আগামী কয়েক সপ্তাহ মাঠে নামা হচ্ছে না তার। এই পেস বোলিং অলরাউন্ডারের বাঁ হাতের বুড়ো আঙুলে চিঁড় ধরা পড়েছে।

ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও প্রিটোরিয়াসের খেলা হচ্ছে না। সুস্থ হতে তার অস্ত্রোপচার করানো লাগতে পারে। ৬ অক্টোবর এমন তথ্য জানিয়েছেন ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) মেডিক্যাল চিফ অফিসার ডা. শুয়াইব মাঞ্জরা।

ভারতের বিপক্ষে মঙ্গলবার তৃতীয় টি-২০ খেলার সময় চোট পান প্রিটোরিয়াস। তার স্থলাভিষিক্ত হতে পারেন বিশ্বকাপের রিজার্ভ দলে থাকা দুই অলরাউন্ডার মার্কো জানসেন কিংবা অ্যান্ডাইল ফেহলুকায়োর যেকোনো একজন।

গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার যৌথ শীর্ষ উইকেট শিকারি ছিলেন প্রিটোরিয়াস। এই বছর আট টি-২০ খেলে ২০.৬৬ গড়ে ১২ উইকেট শিকার করেছেন তিনি।

আসন্ন টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় প্রোটিয়া খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্রিটোরিয়াস। এর আগে গত মাসে আঙুলের চোট নিয়ে ছিটকে যান মিডল অর্ডার ব্যাটার রাসি ভান ডার ডুসেন।