ঝালকাঠিতে এক ঘণ্টার এসপি কিশোরী তানজীম
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ঝালকাঠিতে-এক-ঘণ্টার-এসপি-কিশোরী-তানজীম
পুলিশ সুপারের অফিসিয়াল কভার ফাইলের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন বর্তমান জেলা পুলিশ সুপার। দায়িত্ব গ্রহণ করেন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক ও উদ্বোধন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রী তানজীম রহমান। এক ঘণ্টার প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব পালনকালে তানজীম বলে, ‘আমি একজন কিশোরী হয়েও ঝালকাঠি জেলা পুলিশ সুপারের দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি। এ চেয়ারে আমি একা বসিনি, বসেছে হাজারো কন্যা। এতে আমি আরও আত্মবিশ্বাসী এবং নিজের স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ হয়েছি।
বর্তমানে ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে বেদে শিশুদের সাপের বাচ্চার বাক্স নিয়ে চাঁদাবাজি, সাপ দিয়ে শিশুসহ বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় এবং কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও নারী এবং শিশুদের যৌন হয়রানি ও বৈষম্যহীন শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
জেলা পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, নারীদের বা আমাদের কন্যাদের একটু বেশি সুযোগ দিলে তারা অনেক কিছুই করতে পারে। তাদের সুযোগ দেওয়া প্রয়োজন। আজ আমার খুবই ভালো লাগছে। কিশোরী এসপির চেয়ারে বসে তার অবস্থান থেকে বক্তব্য দিচ্ছে। এ বয়সে আমরা ঠিকমতো কথাও বলতে পারতাম না।
তিনি আরো বলেন, ঝালকাঠি জেলাকে নারী ও শিশুবান্ধব জেলা হিসেবে গড়ার পাশাপাশি বেদে শিশু সাপ দেখিয়ে ভয় দিয়ে টাকা আদায় ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমরা আমাদের কর্ম পরিকল্পনায় অন্তর্ভুক্ত করব এবং বাস্তবায়নে উদ্যোগ নেব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মাইনুল হক, সহকারী পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা ইনচার্জ) মো. আমজাদ হোসেন, এনসিটিএফ ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার নয়ন তালুকদার, বীথি শর্মা বনিক, শিশু সাংবাদিক সাইয়েম শেখ। গার্লস টেকওভার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের একটি বৈশ্বিক কার্যক্রম ওয়াইমুক্স প্রোজেক্টের আওতায় ইয়েস বাংলাদেশ’র সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।