সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডি মারিয়ার নৈপুণ্যে জুভেন্টাসের জয়

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

ডি-মারিয়ার-নৈপুণ্যে-জুভেন্টাসের-জয়

ডি-মারিয়ার-নৈপুণ্যে-জুভেন্টাসের-জয়

অ্যাঞ্জেল ডি মারিয়ার উজ্জীবিত পারফরমেন্সে ইজরায়েলের ক্লাব মাকাবি হাইফাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে জুভেন্টাস। 

আর্জেন্টাইন তারকা উইঙ্গার ডি মারিয়া জুভেন্টাসের তিনটি গোলেরই যোগানদাতা ছিলেন। তার অ্যাসিস্টে আদ্রিয়েন রাবিওটের দুই গোলের মাঝে ডুসান ভ্লাহোভিচের এক গোলে গ্রুপ-এইচ’এ জুভেন্টাসের প্রথম জয় নিশ্চিত হয়।

এই জয়ে গ্রুপের শীর্ষে থাকা দুই দল পিএসজি ও বেনফিকার থেকে চার পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে তুরিনের জায়ান্টরা। আগামী সপ্তাহে ইজরায়েল সফরে আবারো তারা ফেবারিট হিসেবে মাঠে নামবে।

যদিও তুরিনের আলিয়াঁজ এরিনাতে শেষ ২০ মিনিট দাপট দেখিয়েছে ইজরায়েলের ক্লাবটি। বদলী খেলোয়াড় ডিন ডেভিডের গোলে ৭৫ মিনিটে তারা এক গোল পরিশোধও করে। কিন্তু ৮৩ মিনিটে রাবিওটের দ্বিতীয় গোলে জুভেন্টাসের তিন পয়েন্ট নিশ্চিত হয়। 

গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেডের যাবার দ্বারপ্রান্তে থাকা রাবিওট ম্যাচ শেষে বলেছেন, ‘আমার জুভেন্টাস ক্যারিয়ার নতুন ভাবে শুরু করার এটি একটি ভাল প্ল্যাটফর্ম হতে পরে। এই জয়টা আমাদের সত্যিকার অর্থেই প্রয়োজন ছিল। আমি মনে করি এটাই আমাদের জন্য চ্যাম্পিয়ন্স লিগের সঠিক ম্যাচ।’

চ্যাম্পিয়ন্স লিগের কোন অ্যাওয়ে ম্যাচে এখন পর্যন্ত কোন ইজরায়েলি  দল জিততে পারেনি। কাল তারা দুটি শট পোস্টে না লাগালে ম্যাচের ফলাফল হয়তো ভিন্ন হতে পারতো। এনিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা নবম পরাজয়ের তিক্ত স্বাদ পেল মাকাবি।

ম্যাচ শেষে মাকাবির কোচ বারাক বখর বলেছেন, ‘নিজেদের মাঠে আমরা সমর্থকদের সামনে আরো ভাল খেলতে পারবো বলে আশা করছি। ঘরে আমাদের দুটি ম্যাচ রয়েছে। ম্যাচ দুটি থেকে আমরা ইতিবাচক ফলাফল আশা করছি।’