চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের জয়রথ চলছেই
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
চ্যাম্পিয়ন্স-লিগে-রিয়ালের-জয়রথ-চলছেই
প্রায় ১০ ঘন্টা যাত্রা শেষে মাদ্রিদে পৌঁছানো ইউক্রেনের খেলোয়াড়রা ছিল অনেকটাই পরিশ্রান্ত। যুদ্ধ বিধ্বস্ত দলটি যে নিজেদের সবটুকু সামর্থ্য দিয়ে খেলে গেছে তাতে তারা প্রশংসার দাবীদার।
রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়রের প্রথমার্ধের গোলে সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদের জয় নিশ্চিত হয়। তবে ইউক্রেনিয়ান গোলরক্ষক আনাতোলি ত্রুবিনের দুর্দান্ত পারফরমেন্সে লিড বাড়াতে পারেনি ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
এই জয়ে তিন ম্যাচ পরে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা শাখতারকে পাঁচ পয়েন্টে পিছনে ফেলেছে মাদ্রিদ। গ্রুপের আরেক ম্যাচে সেল্টিককে ৩-১ গোলে পরাজিত করে তৃতীয় স্থান নিশ্চিত করেছে আরবি লিপজিগ।
মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুস বলেছেন, ‘আজকের দিনটি সেই দিনগুলোর মত ছিল যেদিন বল জালে জড়াতে চায় না। এই ম্যাচে আমরা ৭-১ গোলে জিততে পারতাম। কিন্তু দিনের শেষে তিন পয়েন্ট মিলেছে, এটাই গুরুত্বপূর্ণ।
যত দ্রুত সম্ভব আমরা নক আউট পর্ব নিশ্চিত করতে চাই। এজন্য সম্ভাব্য সব পয়েন্টই আমাদের অর্জন করতে হবে। সব ম্যাচে ভাল খেলা সম্ভব নয়। আগামী সপ্তাহে শাখতারের বিপক্ষে ফিরতি ম্যাচেই আমরা নক আউট পর্ব নিশ্চিত করতে চাই।’
ইনজুরি কাটিয়ে কাল রিয়াল দলে ফিরেছিলেন করিম বেনজেমা। মৌসুমে এটি তার দ্বিতীয় ম্যাচ। যদিও কালকের রাতটা তার জন্য স্বস্তিদায়ক ছিল না। ১৩ মিনিটে কার্লিং লো শটে মাদ্রিদকে এগিয়ে দেন রদ্রিগো। বেনজেমার প্রচেষ্টা রুখে দিয়ে ত্রুবিন নিজের প্রতিভার জানান দেন।
২৮ মিনিটে রদ্রিগোর সহায়তায় ভিনিসিয়ুস দুজন ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে পাঠালে ব্যবধান দ্বিগুন হয়। এরপর ভিনির আরো একটি শট লাইনের উপর থেকে ক্লিয়ার করেন ভালেরি বোন্ডার। বেনজেমার ভলি অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
এরপর দ্রুত ভিনিসিয়ুস ও বেনজেমার দুটি শট রুখে দেন ত্রুবিন। রোববার ওসাসুনার বিপক্ষে লা লিগা মৌসুমে প্রথম পয়েন্ট হারানো মাদ্রিদ আবারো সেই একই ভুলের দিকে এগিয়ে যাচ্ছিল।
৩৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বোগডান মাখায়লিচেনকোর ক্রসে ওলেস্কান্দার জুবকভ দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে শাখতারকে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেন।
আনচেলত্তি বলেছেন, ‘আমরা অনেক সুযোগ পেয়েছি, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। নিজেদের ভুলে আমরা ম্যাচের গভীরতা নষ্ট করেছি। বিরতিতে আমি তাদেরকে একটি বিষয় সাবধান করেছিলাম, ম্যাচ এখনো শেষ হয়নি।’
দ্বিতীয়ার্ধের শুরুতেই রদ্রিগো ও ভিনির শট রুখে দেন ত্রুবিন। বেশ কিছু সুযোগ তৈরী করেও গোল আদায় করতে না পারায় মাদ্রিদ শিবিরে ধীরে ধীরে অস্বস্তি বাড়তে থাকে। মার্কো আসেনসিওর শট পোস্টে লেগে ফেরত আসে।
রিয়াল মাদ্রিদের সাবেক যুব দলের খেলোয়াড় শাখতারের কোচ ইগর জোভিসেভিচ বলেছেন, ‘আজ ছেলেরা যেভাবে খেলেছে আমি সত্যিই গর্বিত। ম্যাচের নিয়ন্ত্রন মাদ্রিদের কাছে থাকাটাই স্বাভাবিক ছিল। তাদের প্রতিরোধ করাটাই মূল চ্যালেঞ্জ ছিল এবং আমরা তা করে দেখিয়েছি।’