সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

থাইল্যান্ডে শিশু ডেকেয়ার সেন্টারে এলোপাথাড়ি গুলি, নিহত ৩৪

প্রকাশিত : ০২:৫০ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

থাইল্যান্ডে-শিশু-ডেকেয়ার-সেন্টারে-এলোপাথাড়ি-গুলি-নিহত-৩৪

থাইল্যান্ডে-শিশু-ডেকেয়ার-সেন্টারে-এলোপাথাড়ি-গুলি-নিহত-৩৪

থাইল্যান্ডের একটি প্রি-স্কুলের শিশু ডেকেয়ার সেন্টারে বন্দুক হামলায় ৩৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ২২ জনই শিশু।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের নোং বুয়া লাম ফু প্রদেশে এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, হামলাটি চালিয়েছে দেশটির পুলিশের এক সাবেক কর্মকর্তা। সে শিশু এবং প্রাপ্তবয়স্কদের ওপর গুলি ও ছুরিকাঘাত করে হামলা চালায়। হামলার পর সে নিজেও গুলি করে আত্মহত্যা করেছে বলেছে জানিয়ে থাইল্যান্ডের গণমাধ্যম।

তবে হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। থাইল্যান্ডের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী পুলিশ কর্মকর্তাকে সম্প্রতি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

আরো পড়ুন>> গ্রিস উপকূলে নৌকাডুবিতে ১৬ অভিবাসীর মৃত্যু

থাইল্যান্ডে এমন হামলার ঘটনা খুব কমই ঘটে। এর আগে সর্বশেষ ২০২০ সালে নাখোন রাতচাসিমা শহরে সেনাবাহিনীর এক সদস্য ২৯ জনকে হত্যা করেছিল এবং আরও ৫৭ জনকে আহত করেছিল।