হামজাকে পেতে চায় বাফুফে, লেস্টারকে চিঠি
প্রকাশিত : ০২:৩০ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
হামজাকে-পেতে-চায়-বাফুফে-লেস্টারকে-চিঠি
‘বাংলাদেশের হয়ে খেলতে পারলে গর্বিত হব’।ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী এমনভাবেই বাংলাদেশে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এরই প্রেক্ষিতে হামজাকে পেতে তার ক্লাব ক্লাব লিস্টার সিটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)।
বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, ইংলিশ লিগের নিয়ম অনুযায়ী কোন ফুটবলারের সঙ্গে কথা বলতে হলে তার ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে হয়। তাই হামজা চৌধুরীকে পেতে তার ক্লাবের রীতি মেনেই আমরা লেস্টারকে চিঠি দিয়েছি।
তিনি আরো যোগ করেন, সে জন্য যদি আমাদের বিলম্ব হয় সেটাই করতে হবে। কারণ এটাই নিয়ম।
হামজার মা বাংলাদেশি, বাবা গ্রেনাডিয়ান। জন্ম ১৯৯৭ সালের ১ অক্টোবর ইংল্যান্ডের লাউগবার্গে। ২০১৮-১৯ সালে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে সাতটি ম্যাচও খেলেছেন।
একটি গণমাধ্যমে হামজা বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা জানিয়েছিলেন। তাই বাফুফে হামজা চৌধুরীর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।