দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে কর্নওয়ালের অবিশ্বাস্য ২০৫*
প্রকাশিত : ০২:৩০ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
দ্বিতীয়-ব্যাটার-হিসেবে-টি-টোয়েন্টিতে-কর্নওয়ালের-অবিশ্বাস্য-২০৫
বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ডাবল সেঞ্চুরি করেন রাকিম কর্নওয়াল। এ জন্য এই ওয়েস্ট ইন্ডিয়ানকে ২২টি ছয় ও ১৭টি চার মারতে হয়।
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আটলান্টা ওপেনে স্কয়ার ড্রাইভের বিপক্ষে ৭৭ বলে অপরাজিত ২০৫ রান করে তার দল আটলান্টা ফায়ারকে জেতান।
এর আগে টি-টোয়েন্টিতে একমাত্র ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারতের সুবোধ ভাটি। ২০২২ সালেই দিল্লির একটি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে সুবোধ ৭৯ বলে করেছিলেন অপরাজিত ২০৫ রান।
নিজের ইনিংসে ১৭টি করে চার ও ছয় মারেন সুবোধ। দিল্লির ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল ২৫৯.৪৯।
পরিসংখ্যানবিদ মোহনদাস মেনন কাল এক টুইটে কর্নওয়ালের ইনিংসটির কথা ক্রিকেট বিশ্বকে জানিয়েছেন। কর্নওয়ালের স্ট্রাইকরেট ২৬৬.২৩।