সাকিবের অনুপস্থিতি অপমানজনক: রাকিবুল হাসান
প্রকাশিত : ১২:৩০ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
সাকিবের-অনুপস্থিতি-অপমানজনক-রাকিবুল-হাসান
ম্যাচ শুরুর দুই দিন আগে বুধবার উন্মোচন করা হয় ট্রফি। ফটোসেশনে ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও বাংলাদেশের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। ছিলেন না টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব।
৭ অক্টোবর সিরিজ শুরু হলেও ভিসা জটিলতায় দলের সঙ্গে যোগ দিতে পারেননি সাকিব আল হাসান। তিনি পৌঁছাবেন স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যায়। ২৪ ঘণ্টারও কম সময় পর নেমে যাবেন টস করতে।
এত বড় সিরিজের আগে সাকিবের এমন আচরণে ক্ষুব্ধ সাবেক অধিনায়ক রাকিবুল হাসান। বাংলাদেশ অধিনায়কের সময়মতো পৌঁছাতে না পারাকে অপেশাদারিত্ব বলে মনে করছেন সাবেক এই ক্রিকেটার।
এ নিয়ে রাকিবুল হাসান বলেন, সেখানে অধিনায়কের উপস্থিত থাকাটা বাধ্যতামূলক ছিল। আমি মনে করি এটা পরোক্ষভাবে অপমান স্বাগতিকদের জন্য। এটা বার্তা দেবে যে, এটা কী রকম অধিনায়ক! এটা কেমন দেশ, যাদের কোনো ম্যানার জানা নেই। ভদ্রতা জানে না।
জানা গেছে, ফ্লাইট টিকিট সংকটের কারণে দেরি হচ্ছে সাকিবের। তবুও বিশ্বকাপের আগে অধিনায়কের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করেন সাবেক অধিনায়ক।
তিনি বলেন, এই নষ্ট ভাবমূর্তি তো আমাদের সবার গায়ে এসে লাগে। এখানে একটা লাগাম টানা উচিত বলে আমি মনে করি। এখানে কেউ বসে বা ক্রিকেট বোর্ডের কারো তার সঙ্গে বসে ঠিকমতো মিটিং করা উচিত। কারণ কী আমি জানি না, তবে যে কারণেই হোক, তাকে ওইভাবেই প্ল্যান করে ওই অনুষ্ঠানে থাকা উচিত ছিল।