সতর্ক সংকেত উঠলেও বৃষ্টিপাত বৃদ্ধির আভাস
প্রকাশিত : ০১:১০ এএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
সতর্ক-সংকেত-উঠলেও-বৃষ্টিপাত-বৃদ্ধির-আভাস
বুধবার অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানিয়ে বলেন, লঘুচাপটি অন্ধ্র প্রদেশে চলে যাওয়ায় দেশের সমুদ্র বন্দরের সতর্ক সংকেত তুলে দেওয়া হয়েছে। এছাড়া সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই এখন। কিন্তু উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের দুই-এক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বজ্র ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আগামী দুইদিন চলমান আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে আগামী পাঁচদিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।