বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শাক তুলতে গিয়ে পানিতে ডুবে মরলো শিশু

প্রকাশিত : ১০:১৫ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার

শাক-তুলতে-গিয়ে-পানিতে-ডুবে-মরলো-শিশু

শাক-তুলতে-গিয়ে-পানিতে-ডুবে-মরলো-শিশু

কুমিল্লার চৌদ্দগ্রামে খালের পানিতে পড়ে সাইমন (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাইমন তার সঙ্গী রিফাত, নাজিম ও তৌসিরকে নিয়ে কলমি শাক তুলতে নাঙ্গলিয়া খালের পাড়ে যায়। একপর্যায়ে পা পিছলে সে খালের পানিতে পড়ে যায়। সঙ্গীদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খালের পানিতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেয়।

সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালিয়ে খালের পানি থেকে সাইমনকে উদ্ধার করে। পরে স্থানীয়রা সাইমনকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এসআই নাজমুল হক বলেন, সাইমন নামে এক শিশু নাঙ্গলিয়া খালের পানিতে পড়ে মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তাস্তর করা হয়েছে।