বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বরিশালে বিতর্কিতদের দিয়ে বিএনপির কমিটি, বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার

বরিশালে-বিতর্কিতদের-দিয়ে-বিএনপির-কমিটি-বাতিলের-দাবিতে-বিক্ষোভ

বরিশালে-বিতর্কিতদের-দিয়ে-বিএনপির-কমিটি-বাতিলের-দাবিতে-বিক্ষোভ

বরিশাল মহানগর বিএনপির সদ্য ঘোষিত ২৪ নং নবগঠিত আহ্বায়ক ওয়ার্ড কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন ঐ কমিটির ৪ যুগ্ম আহ্বায়কসহ ১২ সদস্য ও এলাকার বিভিন্ন বিএনপি নেতাকর্মীরা।

বুধবার বিকেল ৪টায় নগরীর সাগরদী ব্রিজ থেকে শুরু করে মাদরাসা প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সভা হয়।

এ সময় তারা লিখিতভাবে জানান, অগণতান্ত্রিক ও নিয়ম বহির্ভূতভাবে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এখানে যাকে আহ্বায়ক করা হয়েছে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে অনুপস্থিত। তিনি একজন চিহ্নিত জুয়াড়ি ও মাদকাসক্ত। অপরদিকে এ কমিটিতে যাকে সদস্য সচিব করা হয়েছে তিনি একজন চিহ্নিত খুনি। ২০০০ সালে নির্বাচিত ইউপি সদস্য আকবর আলীকে দিন-দুপুরে গুলি করে হত্যা করেন তিনি।

এ সময় তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ২৪ নং ওয়ার্ড কমিটি ভেঙে দিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িতদের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান। অন্যথায় আহ্বায়ক কমিটির ৪ যুগ্ম আহ্বায়কসহ ১২ সদস্য একযোগে পদত্যাগ করবেন বলে হুমকি দেন।

মিছিল শেষে মাদরাসা প্রাঙ্গণে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, অ্যাডভোকেট জাকির হোসেন মিণ্টু ও মো. নুরুল ইসলাম।