বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মায়ের শাড়িতে ঝুলল ছেলে!

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার

মায়ের-শাড়িতে-ঝুলল-ছেলে

মায়ের-শাড়িতে-ঝুলল-ছেলে

গাজীপুরের কালীগঞ্জে মায়ের শাড়ি গলায় পেঁচানো অবস্থায় গণেশ চন্দ্র শীল নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বক্তারপুর ইউপির উত্তর ফুলদী এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই শামীম মিয়া। নিহত গণেশ চন্দ্র উত্তর ফুলদী গ্রামের গোপাল চন্দ্র শীলের ছেলে। তিনি টাঙ্গাইলে নরসুন্দর হিসেবে কাজ করতেন।

এসআই জানান, পূজা উদযাপন করতে গণেশ চন্দ্র শীল তার কর্মস্থল থেকে বাড়ি এসেছিল। মঙ্গলবার রাতে তিনি তার‌ বাবার‌ সঙ্গে খাবার খেয়ে যথারীতি তার রুমে ঘুমাতে যায়। সকালে‌‌ তার‌ বাবা ডাকতে গিয়ে সারাশব্দ না পেয়ে পাশের রুমের দরজা খুলে ভেতরে গিয়ে দেখে গণেশ তার মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ঘরের‌ আড়ার‌ সাঝে ঝুলছে। পরে থানায় খবর দিলে পুলিশ নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এসআই আরো জানান, দুপুরে গণেশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কোন কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারে।

স্থানীয়রা জানান, গণের ব্যবহৃত মোবাইল ফোন‌ ভাঙ্গা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি রাতে মোবাইলে কারো‌ সঙ্গে ঝগড়া করে পরে এই ঘটনা ঘটিয়েছে। তবে মোবাইলের সিম ও মেমোরি কার্ড খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি।