বগুড়ায় দশমীর শেষ বেলায় প্রাণ গেল রুপমের
প্রকাশিত : ০৯:১৫ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার
বগুড়ায়-দশমীর-শেষ-বেলায়-প্রাণ-গেল-রুপমের
ওই সময় জগো মণ্ডপ থেকে বিসর্জনের জন্য দুর্গাপূজার প্রতিমা নামাচ্ছিলেন। এরই একপর্যায়ে মণ্ডপে আলোকসজ্জার ব্যবহৃত বৈদ্যুতিক তারের স্পর্শে গুরুতর আহত হন তিনি। পরে তার মৃত্যু হয়।
মৃত ৩২ বছরের জগো ওই উপজেলার কর্মকারপাড়া গ্রামের রঘুনাথ কর্মকারের ছেলে।
জানা গেছে, বুধবার সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার দশমীর (শেষ) দিন। এদিন বিকেলে বিসর্জনের জন্য পূজা মণ্ডপ থেকে প্রতিমা নামানোর কাজ করছিলেন জগো। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, বিদ্যুতায়িত হয়ে জগোর মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে।