বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশত্যাগের সময় চেকপোস্টে ধরা খেলেন ধর্ষণ মামলার আসামি

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার

দেশত্যাগের-সময়-চেকপোস্টে-ধরা-খেলেন-ধর্ষণ-মামলার-আসামি

দেশত্যাগের-সময়-চেকপোস্টে-ধরা-খেলেন-ধর্ষণ-মামলার-আসামি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রবিউল আলম শাওন নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে এক নারী চলতি বছরের ৬ মে ঢাকার হাতিরঝিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

গ্রেফতার রবিউল আলম শাওন নরসিংদীর শেখের চর এলাকার ওয়ালী উল্লাহর ছেলে। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে রবিউল আলম শাওন ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন করতে আসেন। তার বিরুদ্ধে দেশত্যাগে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন না করে তাকে আটক করা হয়। পরে আখাউড়া থানা পুলিশে খবর দিয়ে তাকে হস্তান্তর করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ওসি দেওয়ান মোরশেদ আলম।

এ ব্যাপারে জানতে চাইলে হাতিরঝিল থানার এসআই মো. মিজানুর রহমান বলেন, রবিউল আলম শাওনের বিরুদ্ধে ধর্ষণ মামলা রয়েছে।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিএমপি পুলিশকে জানানো হয়েছে। তারা এসে গ্রেফতার আসামিকে নিয়ে যাবে।