প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ জেতাই হবে নিউজিল্যান্ডের লক্ষ্য
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার
প্রথমবারের-মতো-টি-২০-বিশ্বকাপ-জেতাই-হবে-নিউজিল্যান্ডের-লক্ষ্য
এরই মধ্যে সব দেশ বিশ্বকাপ উপলক্ষ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। কোন দলের স্কোয়াডে কারা আছেন, কেমন তাদের শক্তিমত্তা সেসব নিয়েই দৈনিক প্রভাতীের পাঠকদের জন্য আমাদের এই আয়োজন।
আজ অষ্টম পর্বে দেখে নিন নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ও বিভিন্ন তথ্য:
আইসিসি টি-২০ বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলেছে নিউজিল্যান্ড। তবে একবারও পায়নি শিরোপার স্বাদ। এবারের টুর্নামেন্টে সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানে আছে দলটি। যেখানে কিউইদের প্রতিপক্ষ যথাক্রমে স্বাগতিক অস্ট্রেলিয়া, আফগানিস্তান, এ গ্রুপ বিজয়ী, ইংল্যান্ড ও বি গ্রুপ রানার্স আপ।
সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। ব্ল্যাকক্যাপসদের নেতৃত্বে থাকবেন কেন উইলিয়ামসন। টপ অর্ডারে দলের প্রধান ভরসা মার্টিন গাপটিল। তার সঙ্গে ডেভন কনওয়ে, মার্ক চাপম্যান ও ফিন অ্যালেন প্রত্যেকেই একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।
মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, ড্যারিল মিচেলের মতো অলরাউন্ডার কিউই স্কোয়াডে যোগ করেছে আলাদা মাত্রা। প্রত্যেকেই আলাদা বৈশিষ্ট্যের অধিকারী হওয়ায় বৈচিত্র্যপূর্ণ লাইন আপ নিয়ে নামবে তারা।
এসবের পাশাপাশি পেস আক্রমণে টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্টরা আগুন ঝরাবেন। লেগস্পিনার হিসেবে এরই মাঝে নিজেকে প্রমাণ করেছেন ইশ সোধি। গ্লেন ফিলিপস, কলাম ফার্গুসন, মার্ক চাপম্যান ও মিচেল ব্রেসওয়েলও মূল একাদশে ঢুকতে জোর প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সবমিলিয়ে বলা যায় দারুণ ভারসাম্যপূর্ণ ও বৈচিত্র্যে ভরা স্কোয়াড নিয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে নামবে নিউজিল্যান্ড। কন্ডিশন চেনা হওয়ায় অন্য দলের তুলনায় বেশি স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে তারা। দুইয়ে দুইয়ে চার মিলে গেলে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের শিরোপাও জিততে পারে কিউইরা।
টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত নিউজিল্যান্ড দল:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, কলাম ফার্গুসন, ডেভন কনওয়ে, মার্ক চাপম্যান, মিচেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট, ফিন অ্যালেন।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের ম্যাচ সূচি: (তারিখ, প্রতিপক্ষ, ভেন্যু)
২২ অক্টোবর: অস্ট্রেলিয়া, সিডনি
২৬ অক্টোবর: আফগানিস্তান, মেলবোর্ন
২৯ অক্টোবর: এ গ্রুপ বিজয়ী, সিডনি
১ নভেম্বর: ইংল্যান্ড, ব্রিসবেন
৪ নভেম্বর: বি গ্রুপ রানার্স আপ, অ্যাডিলেইড।