কোটালীপাড়ায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার
কোটালীপাড়ায়-জমি-নিয়ে-সংঘর্ষ-আহত-১০
কুমুরিয়া গ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে পরিতোষ বিশ্বাসের সঙ্গে একই গ্রামের নকুল বিশ্বাসের ছেলে রাম বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে পরিতোষ বিশ্বাস বিরোধপূর্ণ জায়গার পুকুরে মাছ ধরতে গেলে রাম বিশ্বাসে তার লোকজন নিয়ে বাধা দিলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হন।
গুরুতর আহত পরিতোষ বিশ্বাস, কার্তিক বিশ্বাস, প্রসেনজিৎ বিশ্বাস, লক্ষণ বিশ্বাস, বিউটি বিশ্বাস, রাম বিশ্বাসকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
পরিতোষ বিশ্বাস বলেন, বিরোধপূর্ণ জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলার পর আমরা রায় পেয়েছি। এ রায়ের পরে ঐ জায়গার পুকুরে আমরা মাছ ধরতে গেলে রাম বিশ্বাস অন্যায় ভাবে আমাদের বাধা দিয়ে মারধর করেছে।
এ বিষয়ে রাম বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, পরিতোষ বিশ্বাস লোকজন নিয়ে আমাদের পৈতৃক জায়গার পুকুরে মাছ ধরতে গেলে আমরা বাধা দিয়েছি।
ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ওমর শরীফ বলেন, ঘটনাটি আমি শুনেছি। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।