সীমান্তে মদসহ ভারতীয় নাগরিক নাটক
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার
সীমান্তে-মদসহ-ভারতীয়-নাগরিক-নাটক
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কলমাকান্দা পাঁচগাঁও সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় মাদক চোরাকারবারীকে আটক করে মহেশখলা বিওপির টহল দল।
আটককৃত সনজু টেন্ডার ওরফে রাজু মারাক মেঘালয়ের তুরা জেলার বাগমারার পাঁচগাঁও গ্রামের মৃত জনসনের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পাঁচগাও সীমান্তে মেইন পিলার ১১৮৫-৮ সি বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে অবস্থান নেয় মহেশখলা বিওপির একটি টহল দল। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যাবার চেষ্টা চালায়। রাতের আঁধারে বিজিবি চোখ ফাঁকি দিয়ে একজন পালিয়ে গেলেও একটি বস্তা সহ সনজু টেন্ডার নামের ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। এ সময় বস্তা তল্লাশি করে ভারতীয় নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২৩ বোতল মদ উদ্ধার করে।
৩১ বিজিবি নেত্রকোনার মহেশখলা বিওপি সুবেদার লিয়াকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ভারতীয় নাগরিককে আটক করেছি। তার বিরুদ্ধে কলমাকান্দা থানায় মাদক ও অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনা আরেক মাদক চোরাকারবারী পালিয়ে গেছে। তাকেও চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
কলমাকান্দা থানার ওসি আবদুল আহাদ খান জানান, আসামি সনজু টেন্ডারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে কলমাকান্দা থানায় মাদক ও অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে একটি মামলা দায়ের হয়েছে।