বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খোয়াইর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার

খোয়াইর-পানি-বিপদসীমার-৫০-সেন্টিমিটার-ওপরে

খোয়াইর-পানি-বিপদসীমার-৫০-সেন্টিমিটার-ওপরে

হবিগঞ্জের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ঝুঁকিতে রয়েছেন নদীতীরবর্তী বাসিন্দারা।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত হওয়ায় খোয়াই নদীর পানি বাড়তে শুরু করে। বুধবার বিকেল ৫টা পর্যন্ত নদীর পানি চুনারুঘাটের বাল্লা পয়েন্টে ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে শহর এলাকায় ৫৫ সেন্টিমিটার নিচে রয়েছে।

তিনি বলেন, বাল্লা সীমান্তে পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপরে থাকলেও ভয়ের কিছু নেই। কারণ সেখানে বাঁধ শক্তিশালী আছে। এছাড়া বর্তমানে বৃষ্টিপাত বন্ধ রয়েছে। তাই আশা করছি পানি আর বাড়বে না। রাত থেকে কমতে শুরু করবে।