বিল গেটসের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী
প্রকাশিত : ০৬:৫০ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার
বিল-গেটসের-সঙ্গে-বিচ্ছেদ-নিয়ে-মুখ-খুললেন-সাবেক-স্ত্রী
২০২১ সালের মে মাসে বিল ও মেলিন্ডা বিচ্ছেদের ঘোষণা দিলেও আগস্টে আনুষ্ঠানিকভাবে আলাদা হন তারা। প্রায় তিন দশকের বিবাহিত সম্পর্ক বিচ্ছেদ করলেও বিল-মেলিন্ডা একত্রে তাদের ফাউন্ডেশনের কাজ চালিয়ে যাওয়ার কথা জানান।
বিল গেটসের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক বছর পর মেলিন্ডা বলেন, কিছু কারণে বিয়ের সম্পর্কে থাকতে পারেননি। এটি নানাভাবে অবিশ্বাস্য রকমের বেদনাদায়ক ছিল।
শেষ দিকে বিলের সঙ্গে সম্পর্কের ব্যাপারে মেলিন্ডাবলেন, আমি বিলের কাছ থেকে দূরে সরে যাচ্ছিলাম এবং তার সঙ্গেই কাজ চালিয়ে যাচ্ছিলাম। লোকদেখানোর এ বিষয় আমাকে প্রতিদিন করতে হচ্ছিল। প্রতিদিন সেরাটা দেখাতে হচ্ছিল।
মেলিন্ডা বলেন, আমি সকাল ৯টায় কাঁদছি। তারপর সকাল ১০টায় আমাকে বিলের সঙ্গে ভিডিও কনফারেন্স করতে হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৪ সালেবিয়ে করেন বিল ও মেলিন্ডা। এ দম্পতি তিন সন্তানের বাবা-মা। তাদের সন্তানরা হলেন- জেনিফার, ররি ও ফোবি।