শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৫ ১৪৩১   ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বছর না ঘুরতেই হারিয়ে গেছে নুরের দল

প্রকাশিত : ০৬:০৫ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার

বছর-না-ঘুরতেই-হারিয়ে-গেছে-নুরের-দল

বছর-না-ঘুরতেই-হারিয়ে-গেছে-নুরের-দল

গত বছর ২৬ অক্টোবর বেশ ঢাকঢোল পিটিয়ে নতুন রাজনৈতিক দল ‘গণঅধিকার পরিষদ’ গঠন করেছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। 

গণঅধিকার পরিষদ গঠনের পর রাজনীতিতে নানা চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। অনেকেই মনে করেছিলেন, এই দল নতুন ধারার সূচনা করবে। কিন্তু এক বছর যেতে না যেতেই প্রায় হারিয়ে গেছে নুরের দলটি।

নুর এখন রাজনীতিতে একদমই নিষ্প্রভ। তিনি বিভিন্ন প্রবাসীর কাছ থেকে অর্থ সংগ্রহ এবং নানা ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত। আর এসব কারণে নুরের অনুসারীরাও এখন তার ওপর আস্থা রাখতে পারছেন না। এছাড়া গণঅধিকার পরিষদের রাজনীতি গতিশীল নয়। সাংগঠনিকভাবে তেমন কার্যক্রমও নেই। 

মূলত কোটাবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নুরুল হক নুর আলোচনায় আসেন। এরপর তিনি ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। তবে ভিপি হিসেবে তেমন কোনো কিছুই করতে পারেননি। বরং ছাত্র অধিকার পরিষদকে এগিয়ে নিয়ে যান এবং সারাদেশে ছাত্র-ছাত্রীদের আবেগকে ব্যবহার করে জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা করেন তিনি।

এদিকে গণঅধিকার পরিষদ গঠনের সময় নুর ঘোষণা করেছিলেন, গণঅধিকার পরিষদ আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু এক বছরের মাথায় নুরের রাজনৈতিক দল কার্যক্রমহীন দলে পরিণত হয়েছে।

সম্প্রতি গণঅধিকার পরিষদের প্রবাসী শাখা গঠন নিয়ে বিতর্কে জড়িয়েছেন নুর। এসব বিবেচনায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নুর রাজনীতিতে একটি পরিত্যক্ত অধ্যায় হিসেবে চিহ্নিত হতে যাচ্ছেন।