সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শান্তি আলোচনায় সম্মত ইথোপিয়ার সরকার

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার

শান্তি-আলোচনায়-সম্মত-ইথোপিয়ার-সরকার

শান্তি-আলোচনায়-সম্মত-ইথোপিয়ার-সরকার

যুদ্ধবিরতি ভেঙে টানা এক মাস যুদ্ধের পর শান্তি আলোচনায় সম্মত হয়েছে ইথোপিয়ার সরকার। আফ্রিকান ইউনিয়নের আহ্বানে দেশটির উত্তরাঞ্চলে হওয়া যুদ্ধ আপাতত স্থগিত রয়েছে।

বুধবার ইথোপিয়ার প্রধানমন্ত্রী আবে আহমেদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রেদওয়ান হোসাইন টুইটারে জানান, আমাদের নৈতিক অবস্থান থেকে আফ্রিকা ইউনিয়নের শান্তি আলোচনার আহ্বান গ্রহণ করা হয়েছে। তবে কোনো ধরনের শর্ত ছাড়াই এ আলোচনা হবে। 

ইথোপিয়া সরকারের যোগাযোগ বিভাগ এ বিবৃতিতে জানায়, আফ্রিকান ইউনিয়ন আলোচনার জন্য তারিখ ও স্থান নির্ধারণ করেছে। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি। 

এদিকে, টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট শান্তি আলোচনার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এ দলটি গত এক মাসের বেশি সময় ধরে ইথোপিয়া সেনাবাহিনীর সঙ্গে দেশটির উত্তরাঞ্চলে যুদ্ধ করে আসছে। আশা করা হচ্ছে, দুই বছরের সংঘাত খুবই শিগগির শেষ হতে যাচ্ছে।

সূত্র-টিআরটি ওয়ার্ল্ড।