শান্তি আলোচনায় সম্মত ইথোপিয়ার সরকার
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার
শান্তি-আলোচনায়-সম্মত-ইথোপিয়ার-সরকার
বুধবার ইথোপিয়ার প্রধানমন্ত্রী আবে আহমেদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রেদওয়ান হোসাইন টুইটারে জানান, আমাদের নৈতিক অবস্থান থেকে আফ্রিকা ইউনিয়নের শান্তি আলোচনার আহ্বান গ্রহণ করা হয়েছে। তবে কোনো ধরনের শর্ত ছাড়াই এ আলোচনা হবে।
ইথোপিয়া সরকারের যোগাযোগ বিভাগ এ বিবৃতিতে জানায়, আফ্রিকান ইউনিয়ন আলোচনার জন্য তারিখ ও স্থান নির্ধারণ করেছে। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি।
এদিকে, টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট শান্তি আলোচনার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এ দলটি গত এক মাসের বেশি সময় ধরে ইথোপিয়া সেনাবাহিনীর সঙ্গে দেশটির উত্তরাঞ্চলে যুদ্ধ করে আসছে। আশা করা হচ্ছে, দুই বছরের সংঘাত খুবই শিগগির শেষ হতে যাচ্ছে।
সূত্র-টিআরটি ওয়ার্ল্ড।