ইউক্রেনের চার অঞ্চল অন্তর্ভুক্তির বিলে সই পুতিনের
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার
ইউক্রেনের-চার-অঞ্চল-অন্তর্ভুক্তির-বিলে-সই-পুতিনের
বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার পুতিনের সইয়ের আগে চার চুক্তির বিল রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের সর্বসম্মত সমর্থন লাভ করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র পরিচালিত টেলিভিশন নেটওয়ার্ক আরটি। এছাড়া সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষের অনুমোদন পাওয়ার আগে চারটি চুক্তি রাশিয়ার সাংবিধানিক আদালতে বৈধ হিসেবেও স্বীকৃত হয়।
গত শুক্রবার ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্তির ঘোষণা করেন পুতিন। মস্কো থেকে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেওয়া হয়। গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ইউক্রেনের লুহানস্ক, দোনেস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার প্রশ্নে গণভোট শুরু হয়েছিল। পাঁচদিন ধরে চলে এ ভোট। ভোটে ব্যালটবক্স নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান রাশিয়ার নিয়োগ দেওয়া নির্বাচনী কর্মকর্তারা। গণভোটে ৯৬ শতাংশ মানুষ রাশিয়ায় যোগদানের পক্ষে মত দিয়েছে বলে দাবি করেছে মস্কো। যদিও এ ভোট এবং এর ফলাফল অস্বীকার করেছে ইউক্রেন ও পশ্চিমারা।