খুলনার বড়বাজারের আগুন নিয়ন্ত্রণে, ২ কোটি টাকার ক্ষতি
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার
খুলনার-বড়বাজারের-আগুন-নিয়ন্ত্রণে-২-কোটি-টাকার-ক্ষতি
সম্পর্কিত খবর খুলনায় বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট খুলনার বড়বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
বুধবার দুপুর ১টার দিকে বড়বাজারের ভৈরব স্ট্যান্ড রোডের ডেল্টা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে সাতটি দোকান পুড়ে গেছে। এতে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সালেহ উদ্দিন জানান, দুপুর ১টার দিকে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান মিঠু বলেন, আগুনে হার্ডওয়্যার ও পলিথিনের সাতটি পাইকারি দোকান পুড়ে গেছে। এতে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।