সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রধানমন্ত্রী নভেম্বরে টোকিও সফরে যেতে পারেন: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৩:১০ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার

প্রধানমন্ত্রী-নভেম্বরে-টোকিও-সফরে-যেতে-পারেন-পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী-নভেম্বরে-টোকিও-সফরে-যেতে-পারেন-পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নভেম্বরের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিও সফরে যেতে পারেন।

যুক্তরাষ্ট্র ও জাপান সফর শেষে দেশে ফেরার পর মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এরই মধ্যে জাপান সরকার সে দেশে সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে।

গত ২৭ সেপ্টেম্বর, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।