‘ইন্টার’ পরীক্ষায় ফেল বার্সেলোনা
প্রকাশিত : ০১:৩০ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার
ইন্টার-পরীক্ষায়-ফেল-বার্সেলোনা
মঙ্গলবার রাতে সান সিরোয় ‘ইন্টার’ পরীক্ষায় নেমেছিল বার্সেলোনা। যেখানে ইন্টারের কাছে ১-০ গোলে হারিয়েছে ব্লু গ্রানারা। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেছেন হাকান কালহানোগলু।
এই জয়ে গ্রুপ ‘সি’ এর লড়াইটা এখন আরো জমজমাট। গ্রুপ পর্বের অর্ধেক ম্যাচ শেষে এখন দুই নম্বরে আছে ইতালিয়ান জায়ান্টরা। অন্যদিকে তিন নম্বরে থাকা জাভি হার্নান্দেজের শিষ্যদের এখন প্রতি ম্যাচেই জয় পেতে হবে। তিন ম্যাচের তিনটাতেই জয় তুলে নেয়া বায়ার্ন আছে গ্রুপের শীর্ষে।
ঘরের মাঠে শুরুতে কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলে ইন্টার। সপ্তম মিনিটে সুযোগও তৈরি করে নেন স্বাগতিক ফরোয়ার্ড কালহানোগলু। কিন্তু বক্সের বাইরে থেকে নেয়া তার জোরালো শট বার্সেলোনা গোলরক্ষক ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান।
সময় গড়াতে থাকলে বল দখলে একচেটিয়া আধিপত্য দেখাতে শুরু করে বার্সেলোনা। এসময় অবশ্য বেশ কিছু সুযোগ পেয়েছিল কাতালানরা। কিন্তু কাজে লাগাতে পারেনি। প্রতি-আক্রমণে ভীতি ছড়াচ্ছিল ইন্টারও।
এরই মাঝে ২৮ তম মিনিটে স্বাগতিকরা একবার জালে বল জড়ায়। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়। কাতালানদের স্তব্ধ করে দিয়ে ইন্টারকে শেষমেষ লিড এনে দেন কালহানোগলু। ডি মার্কোর পাসে থেকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জালে বল ছোঁয়ান তুর্কি মিডফিল্ডার।
পিছিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে খুব বেশি আক্রমণ শাণাতে পারেননি লেভানদোভস্কি-রাফিনহারা। ফলে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় জাভি হার্নান্দেজের শিষ্যদের। ‘ইন্টার’ পরীক্ষায় ফেল করা কাতালান জায়ান্টরা ফিরতি লেগে ১২ অক্টোবর একই দলের বিপক্ষে মাঠে নামবে।