অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
প্রকাশিত : ১২:১৫ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার
অস্ত্র-গুলিসহ-রোহিঙ্গা-সন্ত্রাসী-আটক
কক্সবাজারের টেকনাফে অস্ত্র-গুলিসহ মোহাম্মদ শাকের নামে ২১ বছর বয়সী এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাকের একই ক্যাম্পের হোসেন আহমেদের ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ হাসান বারী নূর জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ক্যাম্পে অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় ক্যাম্পের ডি/৩-ব্লক এলাকা থেকে শাকেরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে মাটির গর্ত থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃত শাকে সন্ত্রাসী ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।