বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

হঠাৎ উপড়ে পড়ল গাছ, প্রাণ গেল যুবকের

প্রকাশিত : ১২:১৫ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার

হঠাৎ-উপড়ে-পড়ল-গাছ-প্রাণ-গেল-যুবকের

হঠাৎ-উপড়ে-পড়ল-গাছ-প্রাণ-গেল-যুবকের

সম্পর্কিত খবর কুমিল্লায় ঝড়ে গাছ পড়ে অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ মঙ্গলবার তখন বিকেলে। এ সময় এক নারীসহ স্বাক্ষর পয়েন্টের পাশে গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন সায়মুন। হঠাৎ তাদের ওপর দুটি গাছ উপড়ে পড়ে। এতে গুরুতর আহত হন সায়মন ও ওই নারী। পরে সায়মনকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

ঘটনাটি ঘটেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভেতরে স্বাক্ষর পয়েন্টের পাশে। ২৫ বছরের সায়মুনের বাড়ি  বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকায়। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে এক নারীসহ স্বাক্ষর পয়েন্টের পাশে সারিবদ্ধ গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন সায়মুন। এ সময় হঠাৎ দুটি গাছ উপড়ে পড়ে তাদের ওপর। এ সময় গুরুতর আহত হন সায়মন। তাকে ঢাকার একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত নারীকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান।

তিনি বলেন, স্বাক্ষর পয়েন্টের পাশে থাকা সারিবদ্ধ বড় বড় গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন দুই দর্শনার্থী। মাটি নরম থাকায় গাছ দুটি তাদের ওপরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।