এটিপি র্যাংকিংয়ের শীর্ষ দুইয়ের দুজনই স্প্যানিশ
প্রকাশিত : ১১:৩০ এএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার
এটিপি-র্যাংকিংয়ের-শীর্ষ-দুইয়ের-দুজনই-স্প্যানিশ
সিউল ওপেনে শীর্ষ বাছাই হিসেবে খেলতে নেমে নরওয়েজিয়ান কাসপার রুড কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ায় ৩৬ বছর বয়সী নাদালের দ্বিতীয় স্থান নিশ্চিত হয়েছে। রুডকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নাদাল।
সম্প্রতি তেল আবিবে জয়ের মাধ্যমে মৌসুমের তৃতীয় শিরোপা লাভ করা নোভাক জকোভিচ সপ্তম স্থানেই আছেন। যদিও এই টুর্নামেন্ট থেকে গুরুত্বপূর্ণ ২৫০ পয়েন্ট অর্জন করেছেন সার্বিয়ান তারকা। তুরিনে আগামী ১৩-২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য মৌসুমের শেষ টুর্নামেন্ট এটিপি ফাইনালের শিরোপা জয়ের মাধ্যমে রেটিং পয়েন্ট বাড়ানোই এখন জকোভিচের সামনে মূল লক্ষ্য।
জুলাইয়ে ক্যারিয়ারের সপ্তম উইম্বলডন শিরোপা জয়ের পর ইসরায়েলে প্রথম একক সিঙ্গেলস টুনামেন্ট খেলতে কোর্টে নেমেছিলেন জকোভিচ। চলতি সপ্তাহে আস্তানা এটিপি টুর্নামেন্টেও তার সামনে পয়েন্ট অর্জনের সুযোগ রয়েছে।
তেল আবিবের আরেক ফাইনালিস্ট ক্রোয়েট তারকা মারিন সিলিচ দুই ধাপ উপরে উঠে র্যাংকিংয়ের ১৪তম স্থানে অবস্থান করছেন।
এটিপি শীর্ষ ১০ র্যাংকিং:
১. কার্লোস আলকারাজ (স্পেন) ৬৭৪০ রেটিং পয়েন্ট
২. রাফায়েল নাদাল (স্পেন) ৫৮১০
৩. কাসপার রুড (নরওয়ে) ৫৬৪৫
৪. দানিল মেদভেদেভ (রাশিয়া) ৫০৬৫
৫. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী) ৫০৪০
৬. স্টিফানোস টিসিতসিপাস (গ্রীস) ৪৮১৯
৭. নোভাক জকোভিচ (সার্বিয়া) ৩৮২০
৮. ক্যামেরুন নোরি (যুক্তরাজ্য) ৩৪৪৫
৯. আন্দ্রে রুবলেভ(রাশিয়া) ৩৩৪৫
১০. হুবার্ট হারকাজ (পোল্যান্ড) ৩১৭৫