বাটার চিকেন
প্রকাশিত : ১০:৩৮ এএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার
বাটার-চিকেন
উপকরণ: হাড় ছাড়া মুরগির মাংস পাতলা করে কাটা ৫০০ গ্রাম, টমেটো কিউব করে কাটা দুই কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, লাল কাঁচা মরিচ ছয়টি, শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ, রসুন পাঁচ কোয়া, আদা কুচি দুই চা চামচ, এলাচি চারটি, জয়ত্রী আধা চা চামচ, কাসুরি মেথি সামান্য, লবণ পরিমাণমতো, মাখন ১০০ গ্রাম, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা-চামচ, ফ্রেশ ক্রিম আধা কাপ, পাপরিকা দুই চা চামচ, টমেটো সস দুই টেবিল চামচ, কাজুবাদাম বাটা দুই টেবিল চামচ, দারুচিনি একটি, চিনি দুই চা চামচ।
প্রণালী: কড়াইতে দুই টেবিল চামচ মাখন গরম করে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা মরিচ, দারুচিনি, এলাচি, জয়ত্রী, কাসুরি মেথি একে একে দিয়ে পাঁচ মিনিট ভেজে নিন, এরমধ্যে দুই কাপ পানি দিয়ে ফুটাতে থাকুন। এরপর চুলা থেকে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। কাজু বাটা, মরিচ গুঁড়া, পাপরিকা টমেটোর মিশ্রণের সঙ্গে মিলিয়ে রাখতে হবে। মাংসের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, সামান্য মরিচ গুঁড়া, টক দই, লবণ দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এবার দুই টেবিল চামচ ময়দা মাখিয়ে নিন। প্যানে চার টেবিল চামচ মাখন গরম করে মাংস ভেজে নিয়ে টমেটোর মিশ্রণ ঢেলে দিতে হবে। তারপর তিন মিনিট চুলায় রেখে ক্রিম দিয়ে পরিবেশন পাত্রে ঢেলে নিন। ব্যাস, রেডি হয়ে গেল আপনার রেসিপি।