ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা কানাডার
প্রকাশিত : ১০:৫০ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ইরানের-ওপর-নতুন-নিষেধাজ্ঞা-কানাডার
কানাডা সরকারের এক বিবৃতিতে বলা হয়, ইরানে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে দেশটির নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে নারীদের প্রতি পদ্ধতিগত নিপীড়ন এবং বিশেষ করে কথিত ‘নৈতিকতা পুলিশ’ কর্তৃক সংঘটিত জঘন্য কর্মকাণ্ডের মতো বিষয়গুলো রয়েছে। এ নৈতিকতা পুলিশের হাত আটকের পরই কুর্দি নারী মাশা আমিনির মৃত্যু হয়।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং দেশটির গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ ২৫ জন ব্যক্তি এবং ৯টি সংস্থার নাম। এছাড়া গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব, রাষ্ট্রচালিত প্রেস টিভি এবং দেশটির নৈতিকতা পুলিশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, ইরানি নারীদের ওপর অব্যাহত ও পদ্ধতিগত নিপীড়ন বন্ধ করা উচিত। ইরানিদের সাহস ও কাজের প্রশংসা করছে কানাডা। নারীদের অধিকার ও মর্যাদার জন্য লড়াইয়ে সবসময় পাশে দাঁড়াবো আমরা।
উল্লেখ্য, ইরানে সংঘটিত হিজাববিরোধী আন্দোলনে প্রায় ১০০ জনের মতো বিক্ষোভকারী মারা গেছেন। এর জেরে ইরানের ওপর নতুনভাবে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র।