সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিত্রদের রক্ষার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১০:৫০ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার

মিত্রদের-রক্ষার-অঙ্গীকার-যুক্তরাষ্ট্রের

মিত্রদের-রক্ষার-অঙ্গীকার-যুক্তরাষ্ট্রের

ফের মিত্রদের রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়ে এ কথা জানাল বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্র বলছে, পিয়ংইয়ংয়ের কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক ও বেপরোয়া’।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়া ও জাপানকে রক্ষা করতে সমস্ত শক্তি দিয়ে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে পিয়ংইয়ংয়ের সঙ্গেও আলোচনার জন্য দরজা উন্মুক্ত রেখেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, পিয়ংইয়ং স্পষ্টতই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং আন্তর্জাতিক রীতিনীতির প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তার জাপানি ও দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে থাকা দ্বীপ রাষ্ট্রগুলোতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীন ও উত্তর কোরিয়ার সামরিক মহড়া ও তৎপরতার জন্য মিত্রদের রক্ষা করার আশ্বস্ত করে যুক্তরাষ্ট্র।