হিজাববিরোধী বিক্ষোভে নামল ইরানের স্কুলের ছাত্রীরা
প্রকাশিত : ১০:৫০ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
হিজাববিরোধী-বিক্ষোভে-নামল-ইরানের-স্কুলের-ছাত্রীরা
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের বেশ কয়েকটি স্কুলের ভেতরে মিছিল করে ছাত্রীরা। বেশিরভাগ ছাত্রীরই হিজাব খুলে হাতে নিয়ে বিক্ষোভ করেন।
একটি ভিডিওতে দেখা যায়, একজন সরকারি কর্মকর্তাকে খালি বোতল, পানি ছুড়ে মারছে ছাত্রীরা। ঐ কর্মকর্তাকে বের হয়ে যেতে বলছিল তারা। উপায় না দেখে ঐ কর্মকর্তা শেষ পর্যন্ত বের হয়ে যান।
সোমবার সিরাজ শহরের একটি প্রধান রাস্তা আটকে দেয় স্কুলের মেয়েরা। তারা আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এরপর মঙ্গলবার রাজধানী তেহরান, সাকিজ এবং সানানদাজে অবস্থিত মেয়েদের স্কুলগুলোতে আন্দোলন হয়।
সোমবার মাশা আমিনির মৃত্যু নিয়ে কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। বক্তব্যে তিনি পুলিশের পক্ষ নেন। এরপরই ইরানের বিভিন্ন স্কুলের মেয়েরা বিক্ষোভে নামেন।