বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাণীনগরে ভেজাল সার-কীটনাশক বিক্রি, জরিমানা ৪০ হাজার

প্রকাশিত : ১০:১৫ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার

রাণীনগরে-ভেজাল-সার-কীটনাশক-বিক্রি-জরিমানা-৪০-হাজার

রাণীনগরে-ভেজাল-সার-কীটনাশক-বিক্রি-জরিমানা-৪০-হাজার

নওগাঁর রাণীনগরে অনুমোদনবিহীন নকল সার ও কীটনাশক উৎপাদন এবং বাজারজাতকরণের দায়ে জালাল নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ব‍্যবসায়ী জালাল কাশিমপুর গ্রামের বাসিন্দা। 

মঙ্গলবার বিকেলে উপজেলার কুজাইল কাশিমপুর গ্রামে রাণীনগর উপজেলার নির্বাহী অফিসার শাহাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুজাইল কাশিমপুর নামক স্থানে ‘বাংলাদেশ সিট কোম্পানি’ প্রো. জালাল সরদার নামক সাইনবোর্ড লাগিয়ে কারখানা খুলে নিম্নমানের বিপুল পরিমাণ কীটনাশক ও সার দীর্ঘদিন ধরে অবৈধভাবে তৈরি ও প্যাকেটজাত করে আসছিল। সেগুলো নওগাঁসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় বাজারজাত করতো।

অভিযানে নিম্নমানের সার তৈরির উপকরণ যেমন জিপসাম এককেজি, কমলা-৫০ মিলিসহ ১৭ ধরনের বিভিন্ন প্রোডাক্ট, (১৫ হাজার)প‍্যাকেট, মেয়াদ উত্তীর্ণ মোড়ক এবং তিন ব্যারেল কেমিক্যাল ও ঔষধভর্তি বোতল উদ্ধার করা হয়। 

পাশাপাশি (এক হাজার) বোতল এবং খালি মোড়কজাত পলিসহ (প্যাকেট) কালী সিল প্যাড জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪৫-৫০ লাখ টাকা।

মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক অসাধু ব‍্যবসায়ী জালালকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে সরকারি বিধি মোতাবেক কার্যক্রম পরিচালনায় ব্যত্যয় ঘটলে বড় ধরনের শাস্তির আওতায় আনা হবে বলে নির্দেশ প্রদান করা হয়েছে। এ সময় রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।