বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

হত্যাকাণ্ডের ১১ বছর পর নারীসহ ৯ জনের যাবজ্জীবন 

প্রকাশিত : ১০:১৫ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার

হত্যাকাণ্ডের-১১-বছর-পর-নারীসহ-৯-জনের-যাবজ্জীবন 

হত্যাকাণ্ডের-১১-বছর-পর-নারীসহ-৯-জনের-যাবজ্জীবন 

হত্যাকাণ্ডের ১১ বছর পর এক নারীসহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন পাবনার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে পাবনার অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) আদালতের বিচারক ইসরাত জাহান মুন্নী এই রায় দেন।

নৌকা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে  সাঁথিয়ার ভিটাপাড়া গ্রামের আইয়ুব নবী ওরফ নাউদ নামের এক ব্যক্তিকে আসামিরা হত্যা করেছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাঁথিয়ার ভিটাপাড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে বাছেদ, আব্দুল রহিমের ছেলে ফুলচাদ, আব্দুল রহিমের স্ত্রী আলেয়া খাতুন, মৃত হযরত আলীর ছেলে মিন্টু আজম, শহীদ আলীর ছেলে খোকন মিয়া, আব্দুল মালেকের ছেলে শামীম হোসেন, সকিম উদ্দিনের ছেলে আনার, মৃত ওহাবের ছেলে শাহাদাত ও মৃত জুলমতের ছেলে গোকুল। আসামিদের মধ্যে একজন এরই মধ্যে মারা গেছেন। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

জানা যায়, আইয়ুব নবী ওরফে নাউদের সঙ্গে আসামিদের নৌকা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে শত্রুতা চলছিল। এরই জের ধরে ২০১১ সালের ২৬ জুলাই রাতে আসামিরা আইয়ুব নবীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।  পরদিন ২৭ জুলাই আইয়ুব নবীর খণ্ডিত মরদেহ সাঁথিয়ার ভিটাবাড়ি নামক স্থানে ভাসমান একটি নৌকার ওপর পাওয়া যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাঁথিয়া থানায় ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া নিহতের স্ত্রী সুলতানা বেগম বাদী হয়ে আদালতে ১৩ জনের নাম উল্লেখ করে আরেকটি হত্যা মামলা দায়ের করেন। উভয় মামলার তদন্তের শেষে পুলিশ ওই বছরের ২৪ নভেম্বর ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মামলা চলাকালীন সময়ে এক আসামির মৃত্যু হয়। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়। 

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইউসুফ আলী সরদার এবং আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম এ মতিন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ আলী সরদার বলেন, এটা একটি পূর্বপরিকল্পিত জঘন্য হত্যাকাণ্ড। সাক্ষ্য ও তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালত তাদের উপযুক্ত শাস্তি দিয়েছেন। 

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মতিন বলেন, সাক্ষ্য ও তদন্তে অভিযোগগুলো প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে। তারপরও এই রায়ে তার মক্কেলরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।