বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজশাহী থেকে স্কুলছাত্রীকে অপহরণ, ফেনীতে উদ্ধার

প্রকাশিত : ১০:১৫ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার

রাজশাহী-থেকে-স্কুলছাত্রীকে-অপহরণ-ফেনীতে-উদ্ধার

রাজশাহী-থেকে-স্কুলছাত্রীকে-অপহরণ-ফেনীতে-উদ্ধার

রাজশাহীর দুর্গাপুর উপজেলা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে ফেনীর ছাগলনাইয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব-৫।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে র‌্যাবের পরিচালিত অভিযানে অপহরণকারী মা-ছেলেকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে ওই স্কুলছাত্রী ও আটক মা-ছেলেকে নিয়ে ফেনী থেকে রাজশাহীতে পৌঁছে র‌্যাবের টিম।

আটকরা হলেন, অপহরণকারী মো. মাহাফুজ ওরফে অভি (২৫) এবং তার মা মহসীনা বেগম (৪০)। তবে এই অপহরণ মামলার অপর আসামি অভির বাবা ইউনুছ আলী (৫৬) এখনও পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ৭ সেপ্টেম্বর অপহরণের মামলা হয়েছিল দুর্গাপুর থানায়।

র‌্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার বলেন, আমরা জানতে পারি রাজশাহীর দুর্গাপুর থানায় অপহৃত স্কুলছাত্রীকে (১৫) নিয়ে তিন অপহরণকারী ভিকটিমকে নিয়ে ফেনীর ছাগলনাইয়া বাংলাবাজার এলাকায় অবস্থান করছেন। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল সোমবার দুপুরে সেখানে অভিযান চালায়। এ সময় অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ মা-ছেলেকে আটক করা হয়।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে আসামিরা ওই স্কুলছাত্রীকে অপহরণের কথা স্বীকার করেছেন। পরে তাদের রাজশাহী নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুর্গাপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র‌্যাব-৫ এর অধিনায়ক শাহরিয়ার।