স্বামী বিদেশে, ফ্যানে ঝুলে প্রাণ দিলেন স্ত্রী
প্রকাশিত : ১০:১৫ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
স্বামী-বিদেশে-ফ্যানে-ঝুলে-প্রাণ-দিলেন-স্ত্রী
এর আগে, সোমবার রাতের কোনো এক সময় গলায় ফাঁস নিয়ে সানজিদা আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মৃত ২৩ বছরের সানজিদা একই গ্রামের প্রবাসী সুমন আহম্মেদের স্ত্রী। সুমন মালয়েশিয়া প্রবাসী। মৃত সানজিদা ওই উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের হেলাল শাহের মেয়ে। সানজিদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুপচাঁচিয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছর পাঁচেক আগে সানজিদার সঙ্গে সুমনের বিয়ে হয়। বিয়ের এক বছরের মাথায় স্ত্রীকে রেখে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান সুমন। এরপর থেকে স্বামীর বাড়িতেই থাকতেন সানজিদা। সোমবার রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান তিনি। পরে মঙ্গলবার সকালে নিজ ঘর থেকে বের হচ্ছিলেন না তিনি। শ্বশুরবাড়ির লোকজন তাকে অনেক ডাকাডাকি করেও তার সাড়া পাচ্ছিলেন না। তাদের সন্দেহ হলে সানজিদার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ঘরে ঢুকেই দেখেন, সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সানজিদার ঝুলন্ত দেহ। ওই সময় সানজিদা অচেতন অবস্থায় ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সানজিদার লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি মো. আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সানজিদা আত্মহত্যা করেছেন। এরপরও তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।