প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নয়: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত : ১০:১০ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
প্রেসক্রিপশন-ছাড়া-অ্যান্টিবায়োটিক-বিক্রি-নয়-স্বাস্থ্যমন্ত্রী
মঙ্গলবার সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, যেকোনো অ্যান্টিবায়োটিক ওষুধ সব মানুষের দেহে কাজ করে না। এতে রোগী আরো অসুস্থ হয়ে পড়তে পারে। অনেকের অকাল মৃত্যু হয়। এজন্য প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধে ব্যবহার ঠেকাতে তদারকি বাড়ানো হচ্ছে।
তিনি আরো বলেন, অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহার বেড়েছে। খাদ্যে ব্যবহার করা হচ্ছে, মাছ-মাংসেও পাওয়া যাচ্ছে। কারণ মাছ-মাংসের ফিডে এটা ব্যবহার করা হয়। এজন্য অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণে কঠিন আইন তৈরি হচ্ছে।
‘ওষুধ আইন-২০২২’ তৈরি শেষ পর্যায়ে আছে। সংসদে পাস হলেই প্রয়োগ শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।