মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নাচতে গিয়ে মারা গেল ছেলে, শোকে বাবারও মৃত্যু

প্রকাশিত : ১২:৫০ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার

নাচতে-গিয়ে-মারা-গেল-ছেলে-শোকে-বাবারও-মৃত্যু

নাচতে-গিয়ে-মারা-গেল-ছেলে-শোকে-বাবারও-মৃত্যু

গারবা অনুষ্ঠানে নাচতে গিয়ে আকস্মিক মৃত্যু হয়েছে ৩৫ বছর বয়সী এক যুবকের। ছেলের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় তার শোকাহত বাবার। 

সোমবার (৩ অক্টোবর) ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার ভিরার শহরে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, মৃত যুবকের বাবা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ছেলের মৃত্যুর খবরে তিনিও সেখানে মৃত্যুবরণ করেন।

ভিরার পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভিরারের গ্লোবাল সিটি কমপ্লেক্সে একটি গারবা অনুষ্ঠানে নাচতে গিয়ে মণীশ নারাপজি সোনিগ্রা নামের ওই ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে যান। লোকটির বাবা ৬৬ বছরের নারাপজি সোনিগ্রা ছেলেকে হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর খবর শুনে তার বাবা আর স্থির থাকতে পারেননি। তিনি সোজা পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ দুইটি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।