বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজশাহীতে ভারতীয় ভিসা অফিসে দালালচক্রের সদস্য আটক

প্রকাশিত : ১০:১৫ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

রাজশাহীতে-ভারতীয়-ভিসা-অফিসে-দালালচক্রের-সদস্য-আটক

রাজশাহীতে-ভারতীয়-ভিসা-অফিসে-দালালচক্রের-সদস্য-আটক

রাজশাহীস্থ ভারতীয় ভিসা অফিসের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ নতুন নয়। একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে ভারতীয় ভিসা অফিসের নানান অনিয়ম দুর্নীতির চিত্র। এবারে এক ভিসা প্রত্যাশীর নিকট থেকে ভিসা অফিসে প্রবেশ করিয়ে দেওয়ার বিনিময়ে ৫০০ টাকা ঘুষ লেনদেনের সময় জনতার হাতে ধরা খেয়েছে এক দালাল সদস্য।

সোমবার দুপুর ১টার সময় নগরীর বর্ণালী মোড়ে ভারতীয় ভিসা অফিসের প্রবেশ গেটের ভেতর এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে দালাল চক্রের এক সদস্যকে আটক করে নগরীর শিরোইল ফাঁড়িতে নিয়ে যায়।

আটক ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩৫)। তিনি নগরীর হড়গ্রাম লিলি সিনেমা হলমোড় এলাকার মাইনুল ইসলামের ছেলে। শহিদুল ভারতীয় ভিসা অফিসের ভবন মালিকের গাড়িচালক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঘটনা সূত্রে জানা যায়, সোমবার সকালে ভারতীয় ভিসা প্রত্যাশীদের থেকে অবৈধভাবে প্রকাশ্যে টাকা গ্রহণ করছিলেন শহিদুল। এ সময় তীব্র জনরোষে পড়েন তিনি। পরে ভিসা প্রত্যাশীরা হট্টগোল শুরু করলে ভিসা সেন্টারের গেট বন্ধ করে দেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

গণমাধ্যমকর্মীরা এ বিষয়ে কথা বলার জন্য অফিসের ভেতরে প্রবেশ করতে চাইলে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ধীরে ধীরে সেখানে আরো গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলে তারা উপায় না দেখে গেটে তালা লাগিয়ে ভেতরে চলে যান। গণমাধ্যমকর্মীরা সেখানকার দ্বায়িত্বরত ইনচার্জের সঙ্গে কথা বলতে চাইলেও তাদের কোনো সহযোগিতা পাওয়া যায়নি।

পরে রাজশাহীস্থ ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ বিপ্লব সাহার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি।

ছবি: দৈনিক প্রভাতীএদিকে, হাতেনাতে টাকা নেয়া ও জনগণের হট্টগোলের কারণে অভিযুক্ত দালাল সদস্যকে আটক করে ভারতীয় ভিসা অফিসে দ্বায়িত্বরত পুলিশ সদস্যরা। পরে তাকে বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়িতে নেয়া হয়।

এ বিষয়ে শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ কাইসার বলেন, শহীদুল নামে একজনকে আটক করেছি। আপাতত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ফাঁড়িতে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ভিসা সেন্টারের বিল্ডিং মালিকের ড্রাইভার হিসেবে রয়েছেন।

তিনি ভারতীয় ভিসা সেন্টারে দালালচক্রের সঙ্গে জড়িত কিনা তা জানতে চাইলে তিনি বলেন, জিজ্ঞাসাবাদ এখনো চলমান। পূর্ণাঙ্গ জিজ্ঞাসাবাদ শেষে এসব বিষয়ে জানা যাবে। আপাতত তাকে বোয়ালিয়া থানায় পাঠানো হবে। মামলা হবে কিনা তা ওসি স্যার দেখবেন বলেও জানান তিনি।