বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কালীগঞ্জে লরি-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ৭ 

প্রকাশিত : ১০:১৫ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

কালীগঞ্জে-লরি-অটোরিকশা-সংঘর্ষে-নারী-নিহত-আহত-৭ 

কালীগঞ্জে-লরি-অটোরিকশা-সংঘর্ষে-নারী-নিহত-আহত-৭ 

গাজীপুরের কালীগঞ্জে লরি এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুলতানা বেগম নামে এক অটোযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরো সাত যাত্রী। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদাত্তীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চরমন্ডল গ্রামের মো. কাজলের স্ত্রী। আহত অটোরিকশা চালক কালীগঞ্জ পৌর এলাকার বাঙ্গালহাওলা গ্রামের মো. সিরাজের ছেলে আরিফ মিয়া। এছাড়া আহত পারভীন, সজিদা, আকলিমা, খাইরুন ও পারুল সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চরমন্ডল গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার এসআই মো. মাজহারুল হক জানান, সন্ধ্যায় কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের উত্তরা ফিলিং স্টেশন সংলগ্ন ভাদাত্তীর নামক স্থানে পূবাইলগামী যাত্রীবাহী একটি অটোরিকশা সঙ্গে ঘোড়াশালগামী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সুলতানা নিহত হন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আহত হন আরো সাত যাত্রী। স্থানীয়রা আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।