বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছাদ বাগানে এডিসের উৎস, ভবন মালিককে জরিমানা

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

ছাদ-বাগানে-এডিসের-উৎস-ভবন-মালিককে-জরিমানা

ছাদ-বাগানে-এডিসের-উৎস-ভবন-মালিককে-জরিমানা

চট্টগ্রামে এডিস মশার বংশ বিস্তারের উৎস পাওয়ায় তিন ভবন মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার নগরের মোজাফ্ফর নগর, চন্দ্রনগর ও বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, নির্মাণাধীন ভবনের নিচে ও ছাদ বাগানে এডিস মশার বংশ বিস্তারের উৎস পাওয়ায় তিন ভবন মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোজাফ্ফর নগর এলাকায় পাইলিংয়ের কাদামাটি নালায় ফেলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।